Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সাবেক প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৮:১১ পিএম | আপডেট : ৮:১৪ পিএম, ২৩ অক্টোবর, ২০২১

কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন সাবেক প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। বিদায়ী তিন প্রধান শিক্ষক হলেন, আবদুল ওয়াহাব, মো. তাজুল ইসলাম ও মো. রৌশন আলী খান। এসময় বক্তারা সততার সাথে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন ও বিদ্যালয়টির কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইনকিলাব সাংবাদিক ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল অদুদ ও বিদায়ী প্রধান শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবদুল কাদের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ