Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাম্প্রদায়িক শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে হামলা করে অরাজকতার সৃষ্টি করতে চেয়েছিল - বাহাউদ্দিন নাসিম

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৫:০৯ পিএম

সাম্প্রদায়িক শক্তিই রাজনৈতিক ফায়দা লুটতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। গুজব রটিয়ে ধর্মীয় উস্কানি ছড়িয়ে তাদের ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে। দূর্গা পূজা উপলক্ষে কুমিল্লা থেকে শুরু হওয়া ষড়যন্ত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সবার আগে এগিয়ে এসেছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ১২ ঘণ্টায় মধ্যেই সারা দেশে সাম্প্রদায়িকতা বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।’ শুক্রবার মাগুরা মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম একথা বলেন। তিনি এ বর্ধিত সভার মাধ্যমে তৃনমূলে আওয়ামীলীগকে শক্তিশালী করে দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিরুল আলম মিলন এমপি, পারভীন জাহান কল্পনা, এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি, এ্যাড. বীরেন শিকদার এমপিসহ অন্যরা। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ