Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় দুই মাস পরে শুটিংয়ে অপূর্ব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ২:৩০ পিএম

বিয়ে করে লম্বা বিরতিতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস ছুটি কাটিয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ফের কাজে ফিরেছেন তারকা। অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে। নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটিতে অপূর্ব'র বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

প্রায় দুই মাস পরে শুটিং থেকে দূরে থাকা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ছুটতে ছুটতে মনে হলো, এবার একটু বিরতির প্রয়োজন। তাই কয়েকটা দিন ছুটিতে ছিলাম। জীবনটাকে এত ব্যস্ত করেছি, নিজেকে সময় দেওয়ার সময়টুকুও হারিয়ে ফেলেছিলাম। ফিরে এসে এখন অনেক ফ্রেশ লাগছে।’

প্রায় দুই মাস পর শুটিংয়ে ফেরার অনুভূতি ব‌্যক্ত করে অপূর্ব বলেন, ‘স্কুলজীবনে পরীক্ষার প্রথম দিন যে অনুভূতি হতো; একটু ভয় একটু দ্বিধা- আমার আজ তেমনই লাগছে! আবার এটাও আনন্দের, আবার আমি কাজে ফিরেছি। লাইট-ক্যামেরা-অ্যাকশন, এটাই তো আমার আসল ঠিকানা।’

পরিচালক সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব'র সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। আমাদের সম্পর্কটা আত্মার। বিয়ের পর সে শুটিংয়ে ফিরেছে, তাই তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছি এবং মিষ্টিমুখ করিয়ে কাজ শুরু করেছি।’

উল্লেখ্য, সর্বশেষ গত আগস্ট মাসের শেষের দিকে শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিয়ের পর ব্যক্তিগত কারণেই কাজ থেকে বিরতি নেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ