Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা ইস্যুতে সহিংসতা : ১০২ মামলায় আসামি ২০৬১৯, গ্রেফতার ৫৮৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ২:১৬ পিএম

কুমিল্লায় পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ২০ হাজার ৬১৯ জনকে অভিযুক্ত করে ১০২টি মামলা দায়ের হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫৮৩ জনকে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

শুক্রবার (২২ অক্টোবর) ‘সরকারি হিসাব’ উল্লেখ করে বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতার পর ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু সম্প্রদায়ের আস্থা বৃদ্ধির জন্য সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সরকার ও দলের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ সহায়তা, খাদ্য, কাপড়, অন্যান্য নিত্যপণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঘোষণা দিয়েছেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেয়া হবে। গণভবনে তার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইতোমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাদের সহায়তা করছে।

 



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২২ অক্টোবর, ২০২১, ৪:২৯ পিএম says : 0
    সংসদীয় পদ্ধতি বাতিল করুন রাষ্ট্র পতি পদ্ধতি চালু করুন,সব ঠিক হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Madhusudan Das ২২ অক্টোবর, ২০২১, ৫:৫৬ পিএম says : 0
    পূজামণ্ডপে প্রবিত্র কোরআন রাখার মূল সন্দেহ ভাজন "ইকবাল" ধরাপড়ায় বুকের উপরথেকে ভারী পাথর নেমে যাওয়ার মতো স্বস্থি উপভোগ করছি। একটা দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্ত হলাম। যেরকম যুদ্ধ কালিন তাৎপরতায় বাংলাদেশের সরকার, পুলিশ, ও প্রশাষন ও সাধারণ জনগণ প্রকৃত সত্য উদ্ঘাটন করলেন তার জন্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মূল অভিযুক্ত ধরাপড়েছে আশা করি প্রকৃত ঘটনা অবিলম্বে সামনে আসবে। হিন্দু জনসাধারণসহো সমগ্র বাংলাদেশ এক ভয়াবহ সংকট থেকে মুক্ত হলো। এই ঘটনায় সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্ভ্রম অনেকাংশে পুনঃস্থাপিত হবে। তবে মনে রাখতে হবে এই আপাত শান্তি যেন স্বস্থির কারণ না হয়। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ শেকড় থেকে নির্মূল করতে না পারলে অদূর ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। আর বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা বারেবারে অবনত হতে থাকবে। যার সুদূর প্রসারী ফল ভোগ করতে হবে সাধারণ জনগণকেই তা সে হিন্দু হোক অথবা মুসলমান। তা সে ভারত হোক বা বাংলাদেশ। ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ