বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে এবং থাকবে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বৃহস্পতিবার সন্দ্বীপের সাবেক এমপি দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সাথে অন্যান্য ধর্মের সহ অবস্থানের অধিকার দেয়া আছে । সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য লন্ডন থেকে তারেক রহমানকে দায়ী করে তিনি বলেন, তারেক জিয়া যতদিন বেঁচে থাকবে ততদিন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্দ্বীপের মানুষের জন্য দু’হাতে ঢেলে দিয়েছেন। যার কারণে সন্দ্বীপ সাবমেরিনের আলোয় আলোকিত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ। পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভার বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা ও দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের পুত্র সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।