বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা জেলার কয়রা, বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলাধীন নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ আগামী ২৭ অক্টোবর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শপথ গ্রহণ করবেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম সরদার এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী।
দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে মোঃ জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মোঃ আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।