Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে চালকের অবহেলায় ইঞ্জিন লাইনচ্যুত

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : পার্বতীপুরে রেলওয়ে ষ্টেশন সংলগ্ন দিনাজপুর রেলগেটে ইঞ্জিন চালক সিগন্যাল অমান্য করে ইঞ্জিন চালাতে গিয়ে ইঞ্জিনটি ষ্টেশনের প্রবেশ পথে ১২টি চাকাসহ লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পেল কোটি টাকার সম্পদ।

আজ শুক্রবার সকালে পার্বতীপুর রেলস্টেশন সংলগ্ন পার্বতীপুর-দিনাজপুর-সৈয়দপুর, রংপুর, রেলগেটের নিকট চালকের অসাবধানতার কারণে একলাইন থেকে অন্য লাইনে প্রবেশ করলে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেন।

লোকোশেড থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধারের (ইঞ্জিন নং-৬৩০২) চেষ্টা করে। বেলা পৌনে ৩ টার পর্যন্ত উদ্ধার করতে পারে নি। পার্বতীপুরের লোকোশেডের ইনচার্জ আব্দুল মতিন জানান, সকালে খুলনাগামী মেইল ট্রেনটির পিছনে ইঞ্জিনটি ডেড ইঞ্জিন হিসাবে লাগানোর কথা থাকলে চালক সংকেত না বুঝে পয়েন্ট ফেবারেট না থাকায় লাইনচ্যুত ঘটনাটি ঘটে।

ইঞ্জিনের চালক আশরাফ আলী সরকার টিকেট নং-১২৬৭ ও সহকারী চালক সানাউল রহমান ১৫১৬ এরা দুজনই ঈশ্বরদীতে কর্মরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ