Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : আশুলিয়ার বাইপাইল এলাকার একটি বাসা থেকে ফাহমিদা বেগম (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মঞ্জু মিয়া পলাতক।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিম পাড়ার দরগার টেক এলাকার মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহমিদা ও মঞ্জু দম্পতির বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তারা আশুলিয়ার ছয় তালা এলাকার ফাউনটেন গার্মেন্টসের শ্রমিক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর জানান, সকালে ফাহমিদার ঘরের খোলা দরজা দিয়ে মেঝেতে তার গলা কাটা মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, সকাল থেকে ফাহমিদার স্বামী মঞ্জু পলাতক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ