Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১৩ এএম

দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জেলার ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার দিবাগত রাতে লিখিতপত্রে তাদেরকে অব্যহতি দেয়া হয়েছে।
তারা আরো জানান, কুমিল্লার ঘটনায় অনেকেই সাম্প্রদায়িক পোস্ট দিয়েছেন ফেসবুকে। তাছাড়া, তথ্যপ্রতিমন্ত্রী ড. মুরাদ হোসেনকে জড়িয়ে ফেসবুকে দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী পোস্ট দেওয়ায় সদর উপজেলার কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রেজা ও কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলামকে অব্যহতি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ