Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি নিয়ে অসন্তোষের জেরে ২ নেত্রীকে অব্যাহতি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৬:৫৩ পিএম

সদ্য গঠিত বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের কমিটিকে ঘিরে সৃষ্ট অসন্তোষের জেরে মহিলা আওয়ামীলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার ডরোথী ও যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্না চৌধুরীকে দল থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে জানান হয় ।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসানরিপু তথ্যটি নিশ্চিত করেছেন।
তবে অব্যাহতি প্রাপ্ত নেত্রী সুরাইয়া নিগার ডরোথী জানান, তারা এসবে পরোয়া না করে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি অনিয়মতান্ত্রিক ভাবে কমিটি গঠনের বিরুদ্ধে প্রমানসহ দলীয় সভানেত্রীর কাছে স্বশরীরে অভিযোগ জানাবেন।
গত ২ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনের পরে গঠিত কমিটিরে নতুন সাধারন সম্পাদক সাবিয়া সাবরিন পিংকীকে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সদস্য পদ না থাকা সত্ত্বেও তাকে জোার করে সম্পূর্ণ অনিয়মতান্তিক ভাবে পদায়ন করা হয়েছে। সেটার প্রতিবাদ করতে গিয়েই তাদেরকে হেনস্থার শিকার হতে হল বলেও তিনি মন্তব্য করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ