Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭১ ও ৭৫’র ঘাতকরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৩:০১ পিএম

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। সরকার ও তার সম্মানকে ক্ষুণ্ন করতে চায় বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তারা।

চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ৭১ ও ৭৫ এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। তারা সবাই এক ও অভিন্ন। স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা, সবাই এক ও অবিচ্ছিন্ন।

তিনি বলেন, সকল অপরাধী তার অপরাধের কিছু না কিছু একটা প্রমাণ ও নমুনা রেখে যায়। এই ধরনের প্রতিটি নাশকতার পিছনে এই এক ও অভিন্ন নমুনা কিন্তু আমরা দেখি। কারণ সেই অপশক্তি আজও সক্রিয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ