Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে জুলুছ থেকে কোরআন অবমাননার প্রতিবাদ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২১তম জশনে জুলুছ গত রোববার সকালে থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্টিত হয়েছে। জুলুছের উদ্বোধন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর বাবুল। বিশাল এ জুলুছের নের্তৃত্ব দেন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মাজিআ)। সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে দীর্ঘ ৮ কি. মি. জুড়ে জুলুছটি আমিরহাট মুহাম্মদিয়া পার্কে ওয়াজ, বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। জগন্নাতহাট বাজারে জুলুছ পৌঁছলে সেখানে মুঠোফোনে বক্তব্য দেন এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত ইয়া রাসুলুল্লাহ (সা.), নারায়ে গাউছ, ইয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.) সেøাগানে সেøাগানে মুখরিত ছিল সমগ্র এলাকা। জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে আগাতে থাকে জুলুছের র‌্যালি। জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্জ সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে এবং সচিব আলহাজ মাহবুবুল আলম ও সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বির যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলুছ কমিটির যুগ্মআহবায়ক এসএম বাবর। তকরির করেন আহলে সুন্নাতের জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আলহাজ আল্লামা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী (মা.জি.আ)। বক্তব্য রাখেন আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আযহারী, অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব ফারুকী, আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা শামসুল আলম নঈমি, আল্লামা ফারুক আজম হাকিমি, আল্লামা জসিম উদ্দিন আবেদী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা নুরুল ইসলাম রেযভী প্রমুখ। এতে মিলাদ পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়। বক্তারা কুমিল্লায় কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ