রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর ডোমারে টাকা না পেয়ে পিতার ওপর অভিমান করে শান্ত রায় (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়াহাট এলাকার নিজ বাড়ি হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। শান্ত ওই এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে ও নীলফামারী সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। শান্তর বাবা রাম চন্দ্র রায় বলেন, গত রোববার শান্ত আমার কাছে এক হাজার টাকা চায়। তাকে সেই টাকা দিতে না পারায়, শান্ত রেগে ছিল। সকাল সাতটার দিকে তার মা দেখে শান্ত তার শোয়ার ঘরের স্বরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে।
ডোমার থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।