রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পূজারী ও স্থানীয় যুবকদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গুমগুমিয়া গ্রামের ইরশাদ উল্লাহর ছেলে জামাল মিয়া (৫৫), ও জামাল মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৬)। পুলিশ জানায়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের দুর্গা মন্দিরের সামনে পূজারী ও স্থানীয় যুবকদের মাঝে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর মধ্যরাতে নবীগঞ্জ থানার এসআই অভিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।