Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলাতক আসামি গ্রেফতার

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

নাটোরে র‌্যাবের হাতে ১জন হত্যা মামলার ও ১জন ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে। গত রোববার পৃথক ২টি অভিযান চালিয়ে জেলার সদর থানাধীন বড়হরিশপুর ও গুরুদাসপুর থানাধীন কাছিকাটা মোড় এলাকা থেকে ঐ ২ আসামিকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ থেকে পাঠানো এক ইমেইল বার্তায় জানানো হয় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল গত রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন কাছিকাটা মোড় এলাকায় এবং নাটোর জেলার সদর থানাধীন বড়হরিশপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে নাটোর জেলার গুরুদাসপুর থানার পলাতক আসামি মো. রকি আহমেদ (২০) ও রাজশাহীর চারঘাট মডেল থানার পলাতক আসামি মো. মাসুদ (৪০) গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ