Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, মেম্বার পদে ৩৭৪ জন ও সংরক্ষিত পদে ১২৯ জনের মনোনয়ন পত্র দাখিল

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৮:৫৩ পিএম

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদের প্রার্থীরা রবিবার দলীয় নেতা ও নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে মনোয়ন পত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইদি আমীন সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের জানান, নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ১২ জন সহ মোট ৪১ জন, মেম্বার পদে ৩৭৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে চল্লিশা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সৈয়ম মাহবুবুল মজীদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার ফকির ও মজিবুর রহমান, দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ স্বপন মিয়া, মোঃ নাসির উদ্দিন রানা, মোঃ জালাল খান, মোঃ সেলিম আজাদ সেলিম, খন্দকার আজিজুর রহমান ও মোঃ আবুল কালাম, মেদনী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জিল্লুর রহমান খান নোমান, স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মিজানুর রহমান খান, কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আমজাদ হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আব্দুর রহিম ও এ আর আলী আজগর খান শারীফ, আমতলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুর রউফ সবুজ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল্লাহ্, সিংহের বাংলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলী আহসান ও মোফাক্কারুল হোসেন মিলন, ঠাকুরাকোনা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান তালুকদার ও মোঃ রফিকুল ইসলাম খান, লক্ষীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আজহারুল হক তুহিন, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুল কাদের সুজা, মদনপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোস্তফা ই কাদের, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহোসীন ও ফরিদ আহমেদ ফকির, কাইলাটী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন ও নাজমুল হক, মৌগাতী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান খান আবুনী, স্বতন্ত্র এ এফ এম মহিউল ইসলাম খান ফজল, মোঃ সাখাওয়াত হোসেন রাজন, রৌহা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ রজব আলী ফকির, ফরিদা ইয়াসমিন, হাজী মোঃ আব্দুল হাই, শফিকুল ইসলাম বাতেন ও মোঃ নূর মোমেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ