বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার কেেছ র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ আক্তার হোসেন (৪৮), পিতা- মৃত কাজী হোসেন, মোঃ জালাল হোসেন (২৯), পিতা-মৃত আব্দুস সোবহান, মোঃ মশিউর রহমান ওরফে মুকুল (৩৫), পিতা-মৃত সেকেন্দার আলী খান ও মোঃ লিটন মিয়া (২৯), পিতা-মৃত বাহার মিয়া। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৩৬০ টাকা, ৩টি রাম দা, ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের তারাবো এলাকায় দেশীয় অস্ত্র দেখিয়ে চলন্ত বাস ও ট্রাক থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা রূপগঞ্জর তারাবো এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জের তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বাস ও ট্রাক চালকদের দেশীয় অস্ত্র প্রদর্শণ করে জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি ১০০ টাকা থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন বাস বা ট্রাকের চালক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেপ্তারকৃতরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।