Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুচ্ছ ভর্তিপরীক্ষায় সিলেটে উপস্থিতি ৯০ শতাংশ

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৪:২৯ পিএম | আপডেট : ৭:০২ পিএম, ১৭ অক্টোবর, ২০২১

২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত 'গুচ্ছ ভর্তিপরীক্ষা'য় আজ সিলেটে ৯০ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি ছিল যথাক্রমে ও ৯২.৬৫ এবং ৮৭.৬১ শতাংশ।
১ঘন্টা সময়ের এ পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ৪৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৬৪ জন এবং সিলেট কৃষ বিশ্ববিদ্যালয়ে মোট ৩১৬৩ জন পরীক্ষার্থীর মাঝে ২৭৪ জন পরীক্ষা দিয়েছেন।
যুগ্ম ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ কমেছে। এতে বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে। আশা করি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও সুন্দরভাবে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে। এছাড়াও গুচ্ছ ভর্তি পরীক্ষা বাস্তবায়নে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ