Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য ফাইভ মিনিটস বেল’ ঘণ্টা বাজিয়ে সিলেটে এনসিএলের উদ্বোধনে ৮ টেস্ট ক্রিকেটার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৪:২১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী দিনে বাংলাদেশও নামছে মাঠে। এ নিয়ে ক্রীড়ানুরাগীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। আজই যে পর্দা ওঠেছে ২৩তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)। আজ রোববার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ (একাডেমি মাঠ) এ ‘দ্য ফাইভ মিনিটস বেল’ নামে পরিচিত ঘণ্টা বাজিয়ে এনসিএলের এবারের আসরের উদ্বোধন করেন ৮ টেস্ট ক্রিকেটার। টেস্ট ক্রিকেটারদের মধ্যে ছিলেন সিলেটের অলক কাপালি, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও জাতীয় দলের টেস্ট ফরম্যাটের সদস্য সাইফ হাসান। এনসিএল শুরুর প্রাক্কালে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ প্রমুখ। এনসিএলের চারটি ম্যাচ শুরু হয়েছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে লড়ছে খুলনা ও রংপুর বিভাগ। আর পাশেই গ্রাউন্ড-২ তথা একাডেমি মাঠে স্বাগতিক সিলেট বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। জাতীয় লিগের এই ম্যাচ দিয়েই গ্রাউন্ড-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ এবং কক্সবাজার একাডেমি মাঠে খেলছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। জাতীয় লিগের এবারের আসরে প্রথম স্তরে লড়াই করছে ঢাকা, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরে আছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ। প্রতিটি দল নিজের স্তরের অপর তিনটি দলের মুখোমুখি হবে দু’বার করে। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে উত্তীর্ণ হবে প্রথম স্তরে। আর প্রথম স্তরের পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল দ্বিতীয় স্তর নেমে যাবেG



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ