বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেলা সাড়ে ৩ টা। খুলনার রৌদ্রময় দিনটি হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রকৃতির সব আলো নিভে যেন সন্ধ্যার অন্ধকার নেমে আসে। খানিক বাদেই নামে মুষলধারায় বৃষ্টি। কিছুক্ষণ পরপর মেঘের গুরুগম্ভীর গর্জন। বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকে বৃষ্টি হয় শীতের হাল্কা অনুভুতি নিয়ে। আজো তাই হয়েছে। সকালের ভ্যাপসা গরম নিমিষেই দূর হয়ে শীত শীত অনুভূতির সৃষ্টি করেছে। কেউ কেউ এ সময়ের বৃষ্টিকে শীতের আগমীনী ধ্বণি বলে থাকেন।
বরাবরের মত আজও নগরীর বেশীরভাগ রাস্তায় পানি জমেছে। অসময়ের বৃষ্টিতে সড়কের পানিবদ্ধতায় পায়ে চলা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা আমিরুল আজাদ জানিয়েছেন,উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। অিাগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলে হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।