Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগ

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসায় অনেকের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা দেখা দিয়েছে। ফলে অনেক স্থানে উপসর্গে মৃত্যু হচ্ছে। তাই দেশ থেকে পুরোপুরি করোনা নির্মুল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৮৬টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১শ জন এবং মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩১৩ জন।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে রাজশাহীর ১ জন মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর ১ জন এবং পাবনার ১ জন মারা গেছেন। হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জনের। ১ জন মারা গেছেন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এ। ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজশাহীর ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ৬ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার ৫ জন, সিরাজগঞ্জের ১ জন, মেহেরপুরের ১ জন এবং বগুড়ার ১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। একদিনে হাসপাতাল ছেড়েছেন ৩ জন।

বরিশাল ব্যুরো জানায়, গত সোমবার থেকে গতকাল দুপুর পর্যন্ত ছয় দিনে দক্ষিণাঞ্চলে ১ হাজার ৮৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোন মৃত্যু ছিল না। এনিয়ে চলতি মাসে ১৭০ জনসহ গত ১৮ মাসে দক্ষিণাঞ্চলে সর্বমোট ৪৫ হাজার ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হলেও মারা গেছেন ৬৭৯ জন। যার মধ্যে চলতি মাসে মৃত্যু হয়েছে দুজনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৬ জনের। গত ছয় দিনে এ অঞ্চলে ২৩৯ জনসহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ১০৮ জন। গড় সুস্থতার হার এখন ৯৫.৯৪%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ