Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরআন অবমাননাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মুসলমানদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে গত শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান দাউদকান্দি পৌর সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেন। এ পতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা আনোয়ার উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নজির আহমদ, মাওলানা মুফতি সোলায়মান, মাওলানা আবু বকর বিন জিহাদী, মাওলানা আবু ইউসুফ মুন্সী, মাওলানা নজরুল ইসলাম ফয়েজী, মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা দিদার হোসেন, মাওলানা হাফেজ শরিফুজ্জামান, মাওলানা আব্দুর রহিম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা সরকারের কাছে ৪টি দাবি জানান (১) কোরআন ও রাসূলের বিরুদ্ধে অবমাননাকারীর মৃত্যুদণ্ড আইন পাশ করতে হবে, (২) কোরআন অবমাননার প্রতিবাদ করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে, (৩) কোরআন অবমাননার প্রতিবাদ করতে গিয়ে নিহতদের পরিবারে ক্ষতিপূরণ দিতে হবে, (৪) যে মন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম মানে না তার মন্ত্রিত্ব বাদ দিয়ে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ