রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মুসলিমদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে গত শক্রবার জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয়রা জানান, গত শুক্রবার জুম্মার নামাজের পর সৈয়দপুর গ্রামের একটি মসজিদ থেকে সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহিদী জনতা ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা-মংলা মহাসড়ক হয়ে চুলকাটি বাজার প্রদক্ষিণ করে চুলকাটি কেন্দ্রীয় ঈদগাঁর সামনে এসে শান্তি পূর্ণভাবে শেষ হয়। এসময় প্রায় তিন শতাধিক মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। এ ঘটনায় খবর পেয়ে দুপুর আড়াই দিকে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারী এইচএম শাহিন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, চুলকাটি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ওলিয়ার রহমান, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা গুজবে কান না দেয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।