রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিংড়ায় এবার ১০১ পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিজয় দশমির মধ্যে দিয়ে এর আনুষ্ঠিকতা শেষ হয়। আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিসহ কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নির্মল কুমার হালদার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। ড. নির্মল কুমার হালদার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) পালন করছেন। এই বাইরে সরকারি ও বিরোধী দলের নেতারা ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মাবলীদের এই বৃহৎ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন বলে উভয় দলের নেতারা জানিয়েছেন। উপজেলা আ.লীগ সভাপতি এড. ওহিদুর রহমান শেখ বলেন, এবার সিংড়ায় ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উপজেলার রাখালগাছা ও পারেরা গ্রামে মন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগিতা ও নিজ খরচে ২টি মণ্ডপ বাড়ানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।