বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মা ইলিশ সংরক্ষণ অভিযানে খুলনার দিঘলিয়া উপজেলা মৎস অধিদপ্তর গত ১০ দিনে ভৈরব, আতাই এবং মজুদখালী নদীতে ২৭ টি অভিযান চালিয়ে ৬৩ হাজার ৫’শ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন ৭ টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ টি মামলা রুজু করেন এবং নগদ ১৯ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেন।
সরকার চলতি মাসের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ ঘোষণা করেছে।
দিঘলিয়া উপজেলা মৎস অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহায়তায় এ সময়ের মধ্যে উদ্ধারকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে। সেনহাটীতে ইলিশ আহরণে বিরত থাকা ৯০ জন চাষীকে জনপ্রতি ২০ কেজি করে চাউল প্রদান ছাড়াও সচেতনা সভা ও র্যালীর আয়োজন করেছে।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান, মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক সভা অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহান্মদ মঞ্জুরুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।