বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘তেলের দামে তেলেসমতি, পিয়াজে ভীষণ ঝাঁজ, চালের দাম যেমন-তেমন বলতে নেইকো লাজ’ তৃনমূলের কবি শফিক আমিন এমন ভাষার কবিতা প্লাকার্ডে লিখে সড়কে দাঁড়িয়েছিলেন দ্রব্যমূল্যর উর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। মানববন্ধনে দাঁড়ানো আরেক কবি মোয়াজ্জেম হোসেন প্লাকার্ডে লিখেন ‘হায়েনার আক্রমন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারন, বাজারে যে জটলা, কেন চিনির পোটলা’।
বৃহস্পতিবার বরিশালের মেঘনাবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার স্থানীয় কবি-লেখকরা প্রধান বন্দর পাতারহাট বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ জানাতে মানবন্ধন করেছেন। তারা প্লাকার্ডে প্রতিবাদী ভাষায় কবিতা লিখে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের আয়োজক লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন বলেন, তেল-ডাল-চিনি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধগতিতে মানুষ দিশেহারা। নিবিত্ত ও নি¤œমধ্যবিত্ত মানুষগুলো খুব কষ্টে আছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় আনতে মেহেন্দিগঞ্জের স্থানীয় কবি-সাহিত্যিকদের উদ্যোগে তারা প্রতিবাদী মানববন্ধন করেছেন বলে জানান। ১৪.১০.২১ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।