বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীতে বিজিবি ও র্যাব টিম মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৩৬২ জন আনসার সদস্য নিয়োগ ও প্রতিটি পূজাম-পে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব টিম টহল মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসন জানা যায়, নোয়াখালী জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপনকে কেন্দ্র করে জেলার ৯ টি উপজেলায় মোট ১৬৩ টি পূজা মন্ডপ স্থাপন করা হয়।
উল্লেখ্য, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে গতকাল নোয়াখালীর হাতিয়াতে পূজা মন্ডপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৪জনকে আটক করে।
আটককৃত মো.সোহলে (২৫) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। এ ছাড়া তাৎক্ষণিক ৩জনের নাম জানাতে পারেনি পুলিশ।
গতকাল বুধবার রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসবাসরত লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গাপূজা মন্ডপে ও উপজেলার নলচিরা ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পবিত্র কোরআন অবমাননার জের ধরে রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। একই সময়ে নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মন্ডপে ৩শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হাতিয়া থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
অপর দিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বজয়া পূজা মন্ডপ,শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির, ১১ নং দুর্গাপুর বনিকপাড়া পূজা ম-পে ৫০-৬০ জন দুর্বৃত্ত ভাংচুর করার চেষ্টা করে। এ সময় তারা পূজাম-পের সামনের গেটে ইট পাটকেল নিক্ষেপ করে মন্দিরের গেট ভাংচুর করে। এ ঘটনায় পূজাম-পে কর্তব্যরত পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বেগমগঞ্জের পূজা মন্ডপে ইট পাটকেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।