Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে দুই লাখ মিটার ইলিশের জাল জব্দ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ৬:৩০ পিএম

বাগেরহাটে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দশ দিনে অবৈধভাবে ইলিশ শিকারের চেষ্টার অপরাধে দুই লাখ মিটার ইলিশের জাল জব্দ করা হয়েছে। ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর রাত পর্যন্ত বাগেরহাট জেলার ৯ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

এই সময়ে ১৬৩টি অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ। এছাড়া ২৭টি ভ্রাম্যমাণ আদালত, ৭টি মামলা, ৮ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৫ কেজি ৭০০ গ্রাম ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগের কর্মকর্তারা।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য থেকে ইলিশ আহরণ, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সক্রিয় রয়েছে। তারপরও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা মৎস্য অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে ইলিশ আহরণের চেষ্টা করছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের চেষ্টা করেছে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি। ২৬ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত যাতে কেউ ইলিশ আহরণ করতে না পারে সেজন্য মৎস্য অধিদপ্তর সক্রিয় থাকবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ