বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দূর্গাপূজা সর্বাজনীন উৎসব। সম্প্রীতির সেতুবন্ধন। কোন অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তমুলক দেশ হিসেবে বিশ্বে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারেয়ারী পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, প্রতি বছরের মত এবারও সকল ধর্মের মানুষের অংশ গ্রহনে উৎসব মূখর পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে স্বাধীনতা বিরোধী চক্র সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। সারাদেশে জাতিগত এবং ধর্মীয় দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল তারা। দেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিবে। এছাড়াও প্রশাসনও সজাগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।