Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুচ্ছের পরীক্ষা নিতে প্রস্তুতি সম্পন্ন করেছেন কুবি প্রশাসন

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ৫:১০ পিএম

আগামী ১৭ ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সমন্বিত ২০ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা।

পরীক্ষা উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।


ভর্তি পরীক্ষায় মোট ২৩২,৪৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহণ করবে ৭০২৬ জন শিক্ষার্থী। ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় 'ক' ইউনিটে চূড়ান্ত আবেদন কারীর সংখ্যা ১৩১,৯০৫ জন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহন করবে ২৫০৫ জন এবং 'খ' ইউনিটে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৬৭,১১৭ জন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহন করবে ২৫০৫ জন ও 'গ' ইউনিটে চূড়ান্ত আবেদন কারীর সংখ্যা ৩৩,৪৩৭ জন এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অংশ গ্রহণ করবে ২০১৬ জন।


আসন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় 'ক' ইউনিটে ২৫০৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণের মধ্যে দিয়ে পরীক্ষা শুর হবে। পর্যায়ক্রমে বাকি ইউনিট গুলোর পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী এবং অভিভাবকরা যেন নির্বিঘ্নে আসতে পারে সেজন্য আইন শৃঙখলা বাহিনী মোতায়েন থাকবে।


উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর রোববার থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৪ অক্টোবর ‘খ’ ইউনিট ও ০১ নভেম্বরে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ