Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে মাছ ধরার জালে আটকা পড়ে ২টি বিলুপ্তপ্রায় প্রাণীর মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ৩:০২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে একই সাথে দুটি বিলুপ্তপ্রায় প্রাণী মাছ ধরার জালে আটকা পড়ে। বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মিশনের মাঠ থেকে সবুজের মাছ ধরার জালে প্রাণী দুটি আটকা পড়ে। এরমধ্যে একটি মৃত ও অন্যটির অবস্থাও গুরুতর ছিল। স্থানীয়দের ভাষ্য, এ জাতীয় প্রাণী, বনবিড়ালের মত দেখতে। কিন্ত মুখটা লম্বা ইঁদুরের মত। তবে দাঁত ধারালো এবং চোখের পলকে গাছে উঠতে পারে। সারা শরীরে বাঘের মত ডোরা কাটা দাগ আছে। আগে গ্রামাঞ্চালে সচরাচরই দেখা যেতো। কিন্ত এখন এগুলো বিলুপ্তপ্রায়। ফলে বৃহস্পতিবার ভোরে প্রানী দুটি দেখতে মানুষ ভীড় জমায়।

ফয়লা গ্রামের রিপন হোসেন জানান,তাদের গ্রামের মিশনের কাছের মাঠে ওই গ্রামের সবুজ মাছ ধরার জন্য ধানের ক্ষেতের মধ্যে রাতে জাল পেতে রাখে। ভোরের দিকে জাল তুলতে গিয়ে দেখে এ জাতীয় দুটি প্রানী জালে আটকে আছে। এরমধ্যে একটি মৃত অন্যটির অবস্থাও খারাপ ছিল। এরপর তারা জীবিতটাকে সুস্থ করতে চেষ্টা চালায়। কিন্ত কিছুক্ষন পরে অন্যটিও মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ