Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাক্ষণবাড়িয়ায় ডাকাত পুলিশ গোলাগুলি, গ্রেপ্তার ৭

প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাক্ষণবাড়িয়া জেলা সংবাদদাতা : সরাইলে ডাকাতি করতে গিয়ে প্রথমে স্থানীয় লোকজনের সঙ্গে ও পরে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি হয়েছে। এক পর্যায়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার রাত পৌনে ১১টার দিকে সরাইলের অরুয়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে সংঘবদ্ধ একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে নৌকায় করে অরুয়াইল এলাকায় ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের প্রতিহত করে স্থানীয়রা। ডাকাতরা ফাঁকা গুলি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ির একদল পুলিশ নৌকাযোগে এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। ডাকাত ও পুলিশের মধ্যে কিছুক্ষণ চলে গোলাগুলি। গুলির শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ও জনতা মিলে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- চুন্টার রসুলপুর গ্রামের মানিক (৩৫), একই ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আবুল বাশারের ছেলে হানিফ (২৫), দুবাজাইল গ্রামের জুরু মিয়ার ছেলে আজিজুর (২৫), নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের দীন ইসলাম (৩০), নরসিংদী জেলার রায়পুরার মধ্যেশ্বর গ্রামের বাচ্চু মিয়া, বিল্লাল, ও শিমুল মিয়া। তবে পাকশিমুলের শাহিদ মিয়া নামের ডাকাতকে ধরেও স্থানীয় লোকজন কৌশলে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ