Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাহরুখের জন্যই আরিয়ানকে হেনস্থা, বললেন শত্রুঘ্ন সিনহা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৫:৫২ পিএম

গত এক সপ্তাহ ধরে জেল বন্দী শাহরুখ-পুত্র আরিয়ান খান। ছেলের গ্রেফতারির পর থেকে বার বার বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউডের বাদশাহকে। তবে তারই মাঝে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাংশ। এবার খান পরিবারের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।

শত্রুঘ্ন সিনহার মতে, শাহরুখ খানকে টার্গেট করা হচ্ছে। তার সুনাম ক্ষুণ্ণ করতে তারই পুত্রকে ব্যবহার করা হচ্ছে। এনসিবির ভূমিকা ও আরিয়ানকে গ্রেফতার করা নিয়েও প্রশ্ন তুলেছেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতা। তার কথায়, ‘কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে এটা শাহরুখের সমস্যা। ও বুঝে নিক। ইন্ডাস্ট্রিতে সবাই ভিতু।’

শত্রুঘ্ন সিনহা আরও বলেন, ‘আরিয়ান খান শাহরুখ খানের ছেলে হওয়ার মূল্য দিচ্ছে। শুধুমাত্র সে শাহরুখের পুত্র বলেই হেনস্থার শিকার হয়েছে। মুনমুন ধামেচা এবং আরবাজ বণিকের মতো আরও নাম আছে, কিন্তু কেউ তাদের সম্পর্কে কথা বলছে না। শেষবার যখন এমন ঘটনা ঘটেছিল, তখন ফোকাস ছিল দীপিকা পাড়ুকোনের দিকে। যদিও অন্যান্য নাম জড়িত ছিল এবং পরিচিত নামগুলো ছিলো। কিন্তু ফোকাস ছিল কেবল তার উপরই।’

আজ আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি চলছে বিশেষ আদালতে। একই মামলায় অভিযুক্ত আরবাজ মার্চেন্ট, মোহক জসওয়ার, নূপুর সতিজা ও মুনমুন ধামেচারও জামিন শুনানি চলছে। আরিয়ানের পক্ষে জামিন শুনানির আবেদন করেছেন আইনজীবী অমিত দেশাই। যিনি ২০০২ সালে বলিউড সুপারস্টার সালমান খানকে হিট অ্যান্ড রান কেস থেকে ছাড়িয়েছিলেন।

উল্লেখ্য, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরিয়ান খান। যদিও আইনজীবীকে আরিয়ান বলেছেন তিনি মাদক নেননি, তার কাছে কোনো মাদকও পাওয়া যায়নি। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করেছে, তাদের ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ