Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবীতে পার্বত্য তিন জেলায় হরতাল চলছে

প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হওয়ার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবন জেলা শাখার সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে সকাল থেকেই পার্বত্য তিন জেলায় হরতাল চলছে। হরতালে খাগড়াছড়িতে কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। বন্ধ রয়েছে দূর পাল্লার এবং আভ্যন্তরীণ সড়কের সব ধরনের যান চলাচল। এতে করে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। খাগড়াছড়ি শহরে আটকা পড়েছে দুর-দুরন্ত থেকে পাহাড় ভ্রমণে আসা পর্যটকরা।
এদিকে ভোরে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এবং খাগড়াছড়ি শহরের জিয়া ভাস্কর্যের সামনে টায়ারে আগুন দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ কর্মীরা। এছাড়া শহরে দফায় দফায় মিছিল করেছে পিকেটাররা।
হরতালে নাশকতা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার অপরাপর উপজেলাগুলোতেও শান্তিপূর্ণ হরতাল চলছে।
গত ১-লা আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী ভেটিং সাপেক্ষে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে ৯-ই আগস্ট আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয় এবং সর্বশেষ ৬ অক্টোবর আইনটি জাতীয় সংসদে পাশ করা হয়। সংশোধিত আইনটি বাতিলের দাবীতে তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার ও রবিবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় পাঁচটি বাঙালি সংগঠন।
একই দাবীতে এর আগেও তিন পার্বত্য জেলায় মশাল মিছিল, হরতাল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাঙালি সংগঠনগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ