Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বাস-নসিমনের সংঘর্ষে নসিমনের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাটবোঝাই নসিমনকে একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণপাড় বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউসার খলিফা (৫৮) ও ফটিক মালো (৪৮)। তারা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সন্তোষ মালো (৪৮) ও মনির বিশ্বাসকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ নসিমনের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ