Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরির কথা বলে প্রতারণা

গ্রেফতার ৫

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তারা অন্তত ১১ জন ভুক্তভোগীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটির কাছ থেকে সেনাবাহিনীতে যোগদানের ভুয়া নিয়োগপত্র ও জালিয়াতির বিভিন্ন সরঞ্জম উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি বলেন, চক্রটি প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দিতে পারবে বলে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। চক্রটি চাকরি প্রার্থীদের নিয়োগপত্র, ফিটনেস রেজাল্টের কাগজপত্র দেয়। চাকরিতে যোগদানের তারিখও দেয়। চাকরি প্রার্থীরা সেনা সদর দফতরে চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারেন সবই ভুয়া। তারা প্রতারিত হয়েছেন। প্রতারিত হয়ে তারা মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোনসেট, কয়েকজন শিক্ষকের চাকরির এমপিওভুক্তির আবেদনপত্রসহ চাকরিপ্রার্থীর সিভি, ছবিসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করেছে সিআইডি।
তিনি বলেন, আসামিরা সিআইডিকে জানান, তারা সেনাবাহিনীর বিভিন্ন পদের ভুয়া নিয়োগপত্র দেওয়াসহ বিভিন্ন দফতরে তদবির বাণিজ্য করে থাকেন। এছাড়া তারা বিভিন্ন সরকারি দফতরের আদেশের কপি জাল করেন। আসামিরা সংঘবদ্ধ প্রতারক ও জালিয়াত চক্রের সক্রিয় সদস্য। তারা জনপ্রতি ৮-১০ লাখ করে ১১ জনের থেকে এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে নিশ্চিত হয়েছে সিআইডি।
তিনি আরো বলেন, আরও কয়েকজন ভুক্তভোগী আমাদের সঙ্গে যোগযোগ করেছে। আসামিরা কেউ সপ্তম, কেউ অষ্টম শ্রেণি আবার কেউ এসএসসি পাস।
ইতোপূর্বে তারা বিভিন্ন গার্মেন্টসসহ কেউ কেউ কনস্ট্রাকশনের কাজ করতেন। পরে তারা চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়া জমির দালালি, বিট কয়েন বেচাকেনার নামে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ