প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সঙ্গীতশিল্পীরা আবারও স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। এর মধ্যে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদা নাহার কনাও রয়েছেন। তিনি জানান, এই মাসের পুরোটাই তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন। স্টেজ শো’র পাশাপাশি নতুন নতুন মৌলিক গানে কন্ঠ দেয়া, গানের মিউজিক ভিডিওর জন্য সময় দেয়া এবং জিঙ্গেলে’র ভয়েজ দেয়া নিয়েও ব্যস্ত সময় পার করবেন। ইতোমধ্যে সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী শানের সুর সঙ্গীতে গাওয়া ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিওর কাজে অংশ নিয়েছেন। এর আগে শানের সুরে কনা গেয়েছেন ‘সে আসবে বলে’, ‘তোমার জন্য’, ‘আঁধারে স্নান’ গান। তবে এবারের গানটি নিয়ে একটু বেশিই আশাবাদী কনা ও শান। কনা বলেন, শান ভাইয়ের সুরে এর আগেও বেশকিছু গান করেছি। তার সুর আমার কাছে সবসময়ই ভালোলাগে এবং তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করেন। ফিরে যেতে চাই আমি-গানটির সুর অনেক ভালো হয়েছে। গানের কথাও চমৎকার। এদিকে কনা আজ সন্ধ্যার পর লা-মেরিডিয়ানে স্টক এক্সচেঞ্জ আয়োজিত একটি শো’তে অংশ নিবেন। ১৬ অক্টোবর কপোর্রেট শো, ২০ অক্টোবর ডাক্তারদের শো, ২৩ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে, ২৪ অক্টোবর লেকশোরে’-এ, ২৮ অক্টোবর রাওয়া কনভেনসন সেন্টার এবং ৩০ অক্টোবর একটি রিয়েলিট শো’তে পারফর্ম করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।