Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাশূন্যে যাবেন ‘ক্যাপ্টেন কার্ক’ উইলিয়াম শেটনার

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ক্যাপ্টেন জেমস টি. কার্কের ভূমিকায় ‘স্টার ট্রেক’ সিরিজে ইউএসএস এন্টারপ্রাইজ স্টারশিপে চড়ে শতশত বার মহাশূন্যের শেষ প্রান্তে মিশনে গেছেন উইলিয়াম শেটনার, তবে এবার বাস্তবেই তিনি মহাশূন্যে যাচ্ছেন তিনি। গায়ক হিসেবে তার নতুন একটি অ্যালবামও আসছে অচিরে। অ্যালবামটি মূলত তার আত্মজীবনীমূলক কিছু আলাপচারিতা, এর মধ্যে ১৯৬৯ সালের অ্যাপোলো ১১’র প্রথম চাঁদে মানুষের পদার্পণের সময়ের দৃশ্য দেখার তার স্মৃতিচারণের একটি ভাষ্যও থাকবে। টিএমযি’র প্রতিবেদন থেকে জানা গেছে, তিনি ব্লু অরিজিন রকেটে করে মহাশূন্যে যাবেন। প্রতিবেদন জানিয়েছে ৯০ বছর বয়সী অভিনেতা ব্লু অরিজিনের দ্বিতীয় মিশনে মহাশূন্যে যাবেন। এর ফলে তিনি হবে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মহাশূন্য যাত্রী। ব্লু অরিজিন কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পরবর্তী যাত্রী নিয়ে স্পেস মিশন উৎক্ষেপণ হবে ১২ অক্টোবর। এই মিশনের দুজন যাত্রীর নাম ঘোষণা করা হয়েছে, এর মধ্যে অবশ্য অভিনেতার নাম নেই। কোম্পানি জানিয়েছে বাকি দুজনের নাম পরে ঘোষণা করা হবে। ধনকুবের জেফ বেজোসের ব্লু অরিজিনের প্রথম মিশন নিউ শেফার্ড গত জুলাইতে মহাশূন্যে গেছে। ‘স্টার ট্রেক’ ভূমিকা থেকে অবসর নিলেও শেটনার তার রেকর্ডিং উদ্যোগ অব্যাহত রেখেছেন। ২৪ সেপ্টেম্বর তার তার কথা নিয়ে সর্বশেষ অ্যালবাম ‘বিল’ মুক্তি পেয়েছে। এই অ্যালবামের ট্র্যাকগুলো লিখেছেন ও প্রযোজনা করেছেন দে মাইট বি জায়েন্টস ব্যান্ডের ড্যান মিলার এবং রবার্ট শেয়ারনাউ। তার একটি গানে বর্ণিত হয়েছে- অ্যাপোলো ল্যান্ডিংয়ের সময় তিনি লং আইল্যান্ডে একটি গাড়িতে ঘুমাচ্ছিলেন, যখন তার ক্যারিয়ারের টালমাটাল অবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ