Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলা আহত ২

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

চাটখিলের রক্তমন্দার বাজারে সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন ঐ গ্রামের মৃত. আবু তাহেরের ছেলে আবদুল কাদের মানিক (৩৫) ও আবদুল মালেক রতন (৩২)। স্থানীয়রা উদ্ধার করে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গত রোববার ৫ জনের নামে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, রক্তমন্দার বাজারে ডিপটিউবওয়েল স্থাপনের কথা বলে বদলকোট ইউনিয়নের মো. সোহেল (৩৫)সহ তার সঙ্গীয় ৪ জন মানিক ও রতনসহ ব্যবসায়ীদের থেকে টাকা তোলেন। পরে সরকারিভাবে বাজারে টিউবওয়েল স্থাপন হয়। টাকা ফেরত চাইলে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত রোববার দুপুরে রক্তমন্দার বাজারে মানিক ও রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে সোহেলসহ তার সঙ্গীয় সন্ত্রাসীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ