রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটখিলের রক্তমন্দার বাজারে সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন ঐ গ্রামের মৃত. আবু তাহেরের ছেলে আবদুল কাদের মানিক (৩৫) ও আবদুল মালেক রতন (৩২)। স্থানীয়রা উদ্ধার করে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গত রোববার ৫ জনের নামে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, রক্তমন্দার বাজারে ডিপটিউবওয়েল স্থাপনের কথা বলে বদলকোট ইউনিয়নের মো. সোহেল (৩৫)সহ তার সঙ্গীয় ৪ জন মানিক ও রতনসহ ব্যবসায়ীদের থেকে টাকা তোলেন। পরে সরকারিভাবে বাজারে টিউবওয়েল স্থাপন হয়। টাকা ফেরত চাইলে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত রোববার দুপুরে রক্তমন্দার বাজারে মানিক ও রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে সোহেলসহ তার সঙ্গীয় সন্ত্রাসীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।