পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার ১০ জনের মধ্যে ইলিয়াস নামের একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ইলিয়াস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর রজক আলীর ছেলে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত অন্যান্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
কক্সবাজার কোর্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, গত শনিবার ৩ দিনের রিমান্ড শেষে ইলিয়াসকে আদালতে হাজির করা হয়। পরে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এ সময় তিনি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। এর আগে গত রোববার ৩ অক্টোবর দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এ অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করা হয়। মামলার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ। গতকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ু
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।