Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই পরিবারের ৩ জনের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

নীলফামারীর সৈয়দপুরে একই পরিবাবের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বয়েতপাড়ায় এ দু:খজনক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল বাশারের প্রথম পুত্র আসাদুর রহমান হাবলু (৬৫) তিনি স্বাশকষ্ট জনিত কারণে গত শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার ভোরে মৃত্যুবরণ করেন।
অপরদিকে একই পরিবারের মৃত জমির উদ্দিনের ছেলে বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবর রহমান (৭০) সেও শ্বাসকষ্ট জনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজে গতকাল সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। সেই সাথে ওই পরিবারের রুহুল আমিনের ১৭দিনের শিশু সন্তান একই দিনে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাঁদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। গতকাল রোববার মৃত্যু ব্যক্তিদের বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ