Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃষ্টির পানি ও খানাখন্দে বেহাল

কোটালীপাড়ায় কদমবাড়ি-কালিগঞ্জ সড়ক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কদমবাড়ি-কালিগঞ্জ সড়কের বেহাল দশা। এ সড়ক যেন এখন মরণফাঁদ। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের জন্য ফেলে রাখায় বৃষ্টিতে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ। তাছাড়া ও এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন যোগে ব্যবসায়ীরা তাদের পন্য পরিবহন করে থাকেন।
এ বাজারে অগ্রনী ব্যাংক ও ইসলামী ব্যাংকের শাখা ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তাটি মেরামতের জন্য কাউকে কোন ধরনের উদ্যোগ গ্রহন করতে দেখা যায়নি। স্থানীয়রা বলেছেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে ভেঙে চুরে পরে থাকলেও মেরামতের জন্য কেউ কোন ধরণের উদ্যোগ গ্রহণ করেনি। তারা রাস্তাটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। না হলে এই রাস্তা দিয়ে যানবাহন ও পথচারিরা চলাচল করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার স্বীকার হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ