Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআইজির নেত্রকোনা মডেল থানা পরিদর্শন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম) গতকাল রোববার দুপুরে বাৎসরিক থানা পরিদর্শনের অংশ হিসেবে নেত্রকোনা মডেল থানা পরিদর্শন করেন। তিনি নেত্রকোণা মডেল থানায় পৌঁছালে পুলিশ সুপার আকবর আলী মুনসী তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ডিআইজি নেত্রকোণা মডেল থানার প্রাঙ্গণ, বিভিন্ন সেবা ডেস্ক, মামলার নথিপত্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, ওসি তদন্ত মো. সোহেল রানা, এসআই মো. সাজেদুল আলম, এসআই মো. আসাদুল ইসলাম, এসআই মো. নাজমুল হুদা, এসআই মো. আব্দুল হান্নান, এসআই আমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ