রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামে টাকা দেয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী (১০) এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তালেব খন্দকার (৬৫) নামে গতকাল রোববার থানায় মামলা করা হয়েছে। তালেব খন্দকার উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত সকিমউদ্দিন খন্দকারের ছেলে। থানা ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে তালেব খন্দকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচবাড়িয়া মসজিদ সংলগ্ন একটি ঘাসের জমিতে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। কিছুক্ষণ পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত তালেব খন্দকার পলাতক রয়েছেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হোসেন আলী জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।