Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ৫ নভেম্বরের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৩:৩৫ পিএম

সিলেট সহ সারাদেশের সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আগামী ৫ নভেম্বরের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনে সময়সীমাও বেঁধে দিয়েছে সংগঠনটি।
সিলেট জেলা ছাত্রদলের ১৩ উপজেলা ও ৫ পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয় গেল বছরের সেপ্টেম্বর মাসে। এসময় আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের ৬০ দিনের মধ্যে তাদের আওতাধীন ইউনিয়নও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি করার দেওয়া হয় নির্দেশনা। কিন্তু পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময়। কোথাও কোন কমিটি গঠন করতে পারেনি দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ অবস্থায় কেন্দ্রীয় ছাত্রদল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা জারি করে আজ । দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় চলমান আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে উপজেলা ও পৌরসভার অধীন শাখা সমূহকে সুসংগঠিতভাবে গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আগামী ৫ নভেম্বরের মধ্যে ইউনিট সমূহের অনধিক ১১ (এগার) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পুনর্গঠনের আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।
এদিকে সিলেটে জেলা ছাত্রদলের আওতাধীন ১৩ উপজেলার ১০৬টি ইউনিয়ন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন। এছাড়া ৫টি পৌরসভার আওতাধীন ৪৫টি ওয়ার্ড কমিটিসহ মোট ১৫১টি কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যে দলের নির্দেশনা সকল ইউনিটের দায়িত্বশীলদের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন জেলা ছাত্রদল সভাপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ