Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ জনের কারাদণ্ড

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সিরাজগঞ্জের চৌহালী সরকারি বিধি নিষেধ অমান্য করে যমুনা নদীর স্থল, ঘোড়জান, উমারপুর, বাঘুটিয়া, পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১৫ জন জেলেকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান সংগীয় পুলিশ সদস্য নিয়ে ১৫ জন জেলেকে জালসহ আটক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
এ সময় ২৫০০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন ও ১০ কেজি মা ইলিশ হাফিজিয়া মাদরারাসা ও এতিমখানায় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও আব্দুল্লাহসহ আইন-শৃঙখলা বাহিনীর সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ