Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৫৩ জনকে সাজা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ৫৩ জেলেকে ৯০ মিটার জালসহ আটক করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার গভীর রাতে গতকাল সকাল পর্যন্ত উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ৮ জেলেকে ২ মাসের ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এবং ৬ জন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ইনকিলাবকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় জেলেদের সাজা দেয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর আইন গ্রহণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ