Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে বিএনপির অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কে অভিন্দন জানিয়েছে বিএনপি। গতকাল গণমাধ্যমে পাঠানো দলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী হিসেবে মি. ফুমিও কিশিদা নির্বাচিত হওয়ায় তাঁকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মহান জাতীয় সংসদ কর্তৃক অনুমোদনের পর জাপানের ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে মি. ফুমিও কিশিদা’র নিয়োগ তার রাজনৈতিক পরিচয়কে আরও মহিমান্বিত করেছে বলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছেন।
তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ জাপানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মি. ফুমিও কিশিদা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক শক্তিশালীকরণ ও দৃঢ়-বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের সমর্থনের ধারায় মি. ফুমিও কিশিদা’র নেতৃত্বে জোরালো ভূমিকা অব্যাহত থাকবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মি. ফুমিও কিশিদা’র সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ