Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১০:১৮ এএম

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানোর গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় তাঁরা বাংলাদেশের এই বিজয়কে নি:সন্দেহে এক অসাধারণ ক্রীড়া নৈপূণ্যের প্রদর্শন বলে অভিহিত করেন। তাঁরা বলেন, ক্রিকেটে এই বিজয়ে বাংলাদেশের দামাল ছেলেরা নিজেদের পারদর্শিতাই শুধু প্রদর্শন করেনি, তাদের এই কৃতিত্ব বিশ্বের দরবারে বাংলাদেশের মুখকে আরও একবার উজ্জল করলো। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল আরও সাফল্য বয়ে আনবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি মহাসচিব বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ