Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেপজা এবং এনবিআর এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

ইপিজেডে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য কাস্টম্স সংক্রান্ত সেবা সহজীকরণের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেবায় আরো এক ধাপ এগিয়ে গেল বেপজা। এ লক্ষ্যে বেপজা এবং এনবিআর এর মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম-এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উনড়বয়ন) আলী রেজা মজিদ এবং এনবিআরের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষরের ফলে এখন থেকে ইপিজেডের বিনিয়োগকারীগণ কাস্টম্স সংক্রান্ত ২১ ধরনের সেবা অনলাইনে খুব সহজেই পাবেন। একই সাথে ইপিজেডের বিনিয়োগকারীগণ কমিশনারেট সংক্রান্ত বিভিনড়ব সেবাও সহজে পাবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মোঃ জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উনড়বয়ন) মোঃ তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এমআইএস) এ এক এম মোজাম্মেল হক এবং এনবিআরের প্রথম সচিব ( শুল্ক নীতি, মুল্যায়ন ও আইসিটি) এ কে এম নুরুল হুদা আজাদ, দ্বিতীয় সচিব (শুল্ক মূল্যায়ন) রাকিবুল হাসান, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. ফজলুর রহমান এবং একেএম জাহিদ হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনবিআর

২২ নভেম্বর, ২০২২
২৪ অক্টোবর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ